ওয়াজ দর্শন


If U Have Problem With Bangla Download This Software

ওয়াজ দর্শন / waj mahfil Dorson

You Will Success If you Use Brain.exe -You Will Fail If You Use Cheat or Trainer

বিসমিল্লাহির রাহমানির রাহীম

আসসালামু অলাইকুম

অনেক ওয়াজ দর্শন করেছি তার একটা রিপোর্ট এইখানে দেওয়া হল।

আমি যদিও হানাফি তবুও আমি অনেক রকম ওয়াজ শুনতে বিভিন্ন স্হানে গিয়েছি বিভিন্ন বই পড়েছি ,অনেক পীর দের ওয়াজ শুনতে বিভিন্ন স্হানে গিয়েছি তাদের বিভিন্ন বই পড়েছি।

একটি নিরপেক্ষ …………………………………………

হানাফী ওয়াজ

ওয়াজ মাহফিলে যেতে একটু দেরী হয়ে গেল।ওয়াজ মাহফিলে সামনের দিকে বসার চেষ্টা করছিলাম এমন সময় এক ভাই আমাকে একটু জায়গা করে দিল ।আমি সেখানে বসলাম ।পকেট থেকে মোবাইল বের করে ওয়াজ রেকর্ডিং করা শুরু করলাম ।

  • ২য় বক্তা কিছুক্ষন বক্তব্য দিল কিন্তু উনি কোন কিছু দলিল সহকারে বলল না।

  • শেষ বক্তা ওয়াজ মাহফিলে নানা কথা বলল। অনেক হাদীস ও অনেক কোরআনের আয়াত বলল দলিল সহকারে আবার অনেক হাদীস  বলল বিনা দলিলে ।

  • বক্তা অনেক সুন্দর সুন্দর কাহিনীও বলল যা শুনে খুব ভাল লাগল।

মনে মনে একটু আনন্দ হল আমাদের দেশে জাকির নাইক এর মত লোক আছে।ওয়াজ মাহফিলে শেষ হয়ে গেল বাড়ী ফিরলাম ।ভাত খেয়ে নামাজ পরে আমি মোবাইলে ঐ ওয়াজ শুনতে লাগলাম।আমি বক্তা সাহেব যে হাদীস গুলো বর্ণনা করল তা বই এর সাথে মিলিয়ে দেখলাম তিনি ভুল নাকি ঠিক বলেছে ।

  • দেখলাম অধিকাংশ হাদীস উনি ঠিক বলেছে

  • কিন্তু যে হাদীস গুলো উনি দলিল সহকারে বলিনি শুধু বলেছে বুখারি বা মুসলিম শরিফের হাদিস বলেছে সে গুলো বুখারি ও মুসলিম শরিফের কোথাও খুজে পেলাম না।

  • আমি পরিচিত তিন চার জন আলেমের কাছে ফোন করলাম জিজ্ঞেস করলাম ভাই এই হাদীস বুখারীর কোন অধ্যায় তে আছে?তারা যা বলল আমি শুনে চমকে গেলাম ।তারা বলল এইগুলো জাল হাদীস।

আমি একটু চিন্তাই পড়ে গেলাম কি করে একজন বক্তা জাল হাদীস বলে মানুষকে বিপথে নিয়ে যাচ্ছে ।আমার আগ্রহ আর বাড়ল কেন উনি জাল হাদীস বলল।

  • কিছু খোজ খবর নিয়ে দেখলাম বক্তা সাহেবের দোষ কোথায়।আমাদের দেশে অনেক বই আছে যাতে অনেক দুর্বল ও জাল হাদীস আছে যা ঐ বক্তা সাহেব ঐ বই থেকে পড়ে বর্ণনা করছেন ।

  • আর সুন্দর সুন্দর কাহিনীও যে গুলো বলেছে তার কিছু বানোয়াট।

  • এ বিষয়ে অবশ্যই আমাদের সজাগ হতে হবে

  •  অবশ্যয়ই বক্তা সাহেব যারা আছে তাদের কেও সজাগ হতে হবে।না হলে আপনার সামান্য ভুলে অনেক লোক ক্ষতিগ্রস্ত হতে পারে।

আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুক।আমীন

সালাফী বা আহলে হাদীস ওয়াজ

একা একা যেতে কেমন যেন লাগছিল তাই একজন বন্ধুকে নিয়ে ওয়াজ মাহফিলে গেলাম যেয়ে মাহফিলের শেষে বসলাম কারন বেশী লোক জন ছিল না ।ওয়াজ শুরু হল ।পকেট থেকে মোবাইল বের করে ওয়াজ রেকর্ডিং করা শুরু করলাম ।

  • অনেক হাদীস ও অনেক কোরআনের আয়াত বলল দলিল সহকারে আর অল্প ২-৩ টা হাদীস  বলল বিনা দলিলে ।

  • আবার অনেক বক্তারা হাদীস বলল একটা কাগজ দেখে।তারা কিছু হাদীস লিখে এনেছে এইটা দেখে ভালই লাগল যে ভুল হওয়ার সম্ভবনা খুবই কম।

মনে একটু আনন্দ হল আমাদের দেশে জাকির নাইক এর মত অনেক লোক আছে।ওয়াজ মাহফিলে শেষ হয়ে গেল বাড়ী ফিরলাম ।ভাত খেয়ে নামাজ পরে আমি মোবাইলে ঐ ওয়াজ শুনতে লাগলাম।আমি বক্তা সাহেব যে হাদীস গুলো বর্ণনা করল তা বই এর সাথে মিলিয়ে দেখলাম তিনি ভুল নাকি ঠিক বলেছে ।

  • দেখলাম অধিকাংশ হাদীস উনি ঠিক বলেছে

  • কিন্তু কিছু হাদীস উনি দলিল সহকারে বলেছেন।বক্তা বলেছে ২৫১১ নাম্বার হাদীস কিন্তু ঐ হাদিসটা রয়েছে একটু দূরে কিন্তু হাদীস টা  বুখারীতে আছে।

  • আর যে ২-৩ টা হাদিস  বক্তা বিনা দলিলে বলেছে সে গুলো বুখারি ও মুসলিম শরীফে খুজে পেলাম।

আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুক।আমীন

পীরপন্থি  ওয়াজ

আমার এক বড় ভাইয়ের সাথে ওয়াজ শুনতে গিয়েছিলাম।

  • বক্তা সাহেব অনেক হাদীস ও অনেক কোরআনের আয়াত বলল দলিল সহকারে আবার অনেক হাদীস  বলল বিনা দলিলে ।

  • আর অনেক কথা বলল যা কোন হাদিস না যেমন উমুক পীর বলেছে উমুক ইমাম বলেছে ইত্যাদি।

  • বক্তা অনেক সুন্দর সুন্দর কাহিনীও বলল যা শুনতে খুব ভাল লাগল।

  • বক্তা সাহেব যাকির নাইককে নিয়ে কিছু আপত্তিকর কথা বলল।

  • আর কিছু সালাফী বা আহলে হাদিসের বিরুদ্ধে কথা বলল।

  • সব শেষে বক্তা একটি বই এর কথা বলল ।

আমি একটা বই কিনলাম।ওয়াজ মাহফিলে শেষ হয়ে গেল বই টা আমি নিয়ে বাড়ী ফিরলাম।ভাত খেয়ে নামাজ পরে আমি মোবাইলে ঐ ওয়াজ শুনতে লাগলাম।আমি বক্তা সাহেব যে হাদীস গুলো বর্ণনা করল তা বই এর সাথে মিলিয়ে দেখলাম তিনি ভুল নাকি ঠিক বলেছে ।

  • দেখলাম অধিকাংশ হাদীস উনি ঠিক বলেছে ।কিছু দুর্বল হাদিস ও উনি বলেছে।

  • হাদিস বা কোরআন না বলে উমুক পীর এই বলেছে উমুক ইমাম এই বলেছে এ গুলো কি বেশী বলা ঠিক?

  • বইটা পড়ে দেখি বইতে অনেক কথা আছে যা খুবই আপত্তিকর যেমন – যার পীর না তার পীর শয়তান – প্রশ্ন এসে যায় ইমাম আবু হানিফা রহঃ এর পীর ছিল না তাহলে কি তার পীর শয়তান?নাউজুবিল্লাহ

আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুক।আমীন

Under construction

(নিস্চয় ভাল কাজ মোমিন মানুষের লক্ষন।এইগুলো মানুষের কাছে পৌছে দিয়ে কিছু সওয়াবের অধিকারি হন।দয়া করে পেজটি শেয়ার করতে ভুলবেন না ভাই ও বোনেরা ধন্যবাদ )

এখানে আপনার মন্তব্য রেখে যান