নাস্তিকতা


If You Have Problem With Bangla Download This Software

নাস্তিকতা / Atheism

 

You Will Success If you Use Brain.exe -You Will Fail If You Use Cheat or Trainer

বিসমিল্লাহির রাহমানির রাহীম

এইখানের বিষয় বস্তু কাউকে হেয় বা ছোট করা না -আমরা সবাইকে শ্রদ্ধা করি।

বিশ্বাস –

সৃস্টিকর্তা বলতে কিছু নেই।বিজ্ঞানকে (science)তারা বিশ্বাস করে।

পার্থক্য –

নাস্তিকরা বিশ্বাস করে সৃস্টিকর্তা বলতে কিছু নেই মানে ” there is no god ” মুসলমানরা বিশ্বাস করে ” there is no god but Allah “। নাস্তিকতা ও মুসলমানদের মধ্য পার্থক্য শুধু ” but Allah “

বইসুমহ –

  • আমি কেন ঈশ্বরকে বিশ্বাস করি না।(Ami Kano Ishwar-e Biswas Kori Na)[Why I Don’t believe in God]

  • কেন আমি ধর্ম বিশ্বাসী নই।(keno ami dhorme Biswasi noi)[Why I Don’t believe in Religion ]আরও অনেক বই আছে

কিছু কথা

  • ঈশ্বর হল বিশ্বাস বা অন্ধ বিশ্বাস -ঠিক বলছি তো?

  • তাহলে science কে যারা বিশ্বাস করে তাদের ঈশ্বর কি science ?

  • কম সময়ে নাম করার ও কিছু টাকা কামানোর কোন উপায় আছে কি?

  • হ্যাঁ আছে – ইসলাম ধর্মের বিরুদ্ধে বই লেখা বা বলা বা ওয়েব সাইট খোলা !

  • নাস্তিক বা  ATHEIST ভাইদের অনেক ধন্যবাদ কারন যারা আল্লাহ বা ভগবান কে বিশ্বাস করে তারা অন্ধ বিশ্বাস করে -সে খ্রীস্টান কারন তার পিতা খ্রীস্টান,সে হিন্দু কারন তার পিতা হিন্দু অধিকাংশ লোক তারা তাদের পিতার ধর্ম কে অন্ধ বিশ্বাস করে।নাস্তিক বা  ATHEIST ভাইদের ধন্যবাদ দিয়েছি কারন তারা বলে বা বিশ্বাস করে ” There is no GOD” মানে “লা ইলাহা” এখন বাকি ইল্লাহু “But Allah” ইনশাল্লাহ তা প্রুফ হয়ে যাবে  — Source –irf.net

  • কোন নাস্তিক বা  ATHEIST ভাই কে যদি বলা হয় ” গড ” এর সংজ্ঞা কি?সে বলবে “there is no god”

  • কোন নাস্তিক বা  ATHEIST ভাই কে যদি একটা কলম দেখান হয় এবং বলা হয় এই কলম খুব সুন্দর এবং এইটা কোথা থেকে আসল ?তখন সে বলবে এইটা ইকোনো কোম্পানির কলম ,এইটা ইকোনো কোম্পানি তৈরী করে।আপনি যদি এইবার জিজ্ঞেস করেন কোম্পানির কে এইটা তৈরী করে ,তখন সে বলবে কোম্পানির  manufacturer,director,creator যায় হোক কিছু একটা বলবে।আপনি তাকে যায়ই কিছু দেখাবেন সে বলবে এইটার একটা তৈরীকারক বা প্রস্তুতকারক আছে। — Source –irf.net

আল্লাহর কিছু বানীঃ-

  • সুরা রাহমান (৫৫) ৩৩ নং আয়াত – হে জিন ও মানবকুল, নভোমণ্ডল ও ভূমণ্ডলের প্রান্ত অতিগম করা যদি তোমাদের সাধ্যে কুলোয় তবে অতিগম কর। তবে (আল্লাহ তাআলার )ক্ষমতা ব্যতিরেকে তোমরা তা অতিগম করতে পারবে না।

  • সুরা সাবা (৩৪) ৩ নং আয়াত – আর Non Muslim রা বলে, ‘কিয়ামত আমাদের কাছে আসবে না’।বলুন, ‘অবশ্যই আমার রবের কসম! যিনি অদৃশ্য সম্পর্কে অবগত,তা তোমাদের কাছে আসবেই। আসমানসমূহে ও জমীনে অনু পরিমাণ কিংবা তার চেয়ে ছোট অথবা বড় কিছুই তার অগোচরে নেই। বরং সব কিছু সুস্পষ্ট কিতাবে (লিপিবদ্ধ) রয়েছে।

  • সুরা হিজর (১৫) ১৪-১৫ নং আয়াত – আর যদি আমি ওদের সামনে আকাশের কোনো দরজাও খুলে দিই, আর তারা তাতে দিনভর আরোহনও করতে থাকে, তবুও তারা একথাই বলবে, আমাদের দৃষ্টির বিভ্রাট ঘটানো হয়েছে, না- বরং আমরা যাদুগ্রস্ত হয়ে পড়েছি।

১ – সৃস্টিকর্তা বা আল্লাহ কে?

  • আমরা এই সৌরজগত,পৃথিবী ,মানুষ এবং সব কিছুর যে সৃস্টি করেছেন সেই সৃস্টিকর্তা কে আল্লাহ বলি।

  • সৃস্টিকর্তা নিজেই তার পরিচয় দিয়েছেন কোরআনে!

  • সুরা এখলাস ১১২ -বল আল্লাহ এক,তিনি কারোই মুখাপেক্ষী নন,তার থেকে কেউ জন্ম নেয়নি ,আর তিনি কারো থেকে জন্ম গ্রহন করেননি ,আর তার সমতুল্য দ্বিতীয় কেউই নেই।

২।সৃস্টিকর্তার চালেন্জ

  • সুরা বাকারা – ২৩ নং আয়াত আল্লাহ বলেছেন – তারা যদি কোরআন কে মানব রচিত কোন গ্রন্হ মনে করে ,তবে এর মতো একটি সুরা এমনকি একটি আয়াত তারা রচনা করে দিক।

  • সুরা ইউনুস (১০) ৩৮ নং আয়াত আল্লাহ বলেছেন – তারা কি এ রুপ বলে এটা তার (নবীর ) স্বরচিত ?তুমি বলে দাও তবে তোমরা এর অনুরুপ একটি সুরা আনয়ন কর এবং আল্লাহকে বাদ দিয়ে যাকে যাকে নিতে পার ডেকে নাও ,যদি তোমরা সত্যবাদী হও।

  • সুরা বনী ইসরাইল (১৭) ৮৮ নং আয়াত আল্লাহ বলেছেন – যদি মানুষ ও জিন সমাবেত হয় এই কোরআনের অনুরুপ কোরআন আনয়নের জন্য যদিও তারা পরস্পর কে সাহায্য করে তবুও তারা কোরআন আনয়ন করতে পারবে না।

(কোরআন) Quran is a Book Of Sign Not a Book Of Science

৩ -সৃস্টিকর্তা কি আছে ?Does God ExiSt?

এক মুসলিম ভাই ও এক Atheism ভাইয়ের আলাপ ।Source –irf.net

আরবি এমন একটি ভাষা যা ১০০% translate করা সম্ভব না – কোরআন ১০০% বুঝতে গেলে আরবি জানতে হবে।

মুসলিম ভাই – ভাই আমি আপনার সব যুক্তি মেনে নিলাম এখন আমার কিছু প্রশ্ন আছে।

Atheism ভাই – কি প্রশ্ন ভাই?

মুসলিম ভাই – আমাদের জগৎ (Universe)কি করে সৃস্টি হল?

Atheism ভাই – Big Bang এর মাধ্যমে galaxy,sun,moon,world সৃস্টি হয়েছে।

মুসলিম ভাই – কতদিন আগে Big Bang আবিস্কার হয়েছে?

Atheism ভাই – ৩০ থেকে ৪০ বছর আগে science এইটা আবিস্কার করেছে।

মুসলিম ভাই – কিন্তু ভাই Big Bang এর কথা কোরআনে ১৪০০ বছর আগেই বলা আছে যা science মাএ ৩০ থেকে ৪০ বছর আবিস্কার করেছে।

  • সুরা আম্বিয়া (২১) ৩০ নং আয়াত  আল্লাহ বলছেন – যারা কুফরি (বিশ্বাস করে না)করে তারা কি ভেবে দেখে না আকাশমন্ডলী ও পৃথিবী মিশে ছিল ওতপ্রোতভাবে অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম।

মুসলিম ভাই – কে ১৪০০ বছর আগে কোরআনে এই কথা উল্লেখ করেছেন?

মুসলিম ভাই – চাদের কি নিজস্ব আলো আছে নাকি প্রতিফলিত (reflect)আলো?

Atheism ভাই – প্রথমে science মনে করতো চাদের নিজস্ব আলো আছে ,কিন্তু ১৫০ থেকে ২০০ বছর আগে science আবিস্কার করেছে চাদের নিজস্ব কোন আলো নেই চাঁদের আলো প্রতিফলিত(reflect)।

মুসলিম ভাই – কিন্তু ভাই ১৪০০ বছর আগে কোরআনে এই কথা বলা আছে যা science মাএ ১৫০ থেকে ২০০ বছর  আগে আবিস্কার করেছে।

  • সুরা ফুরকান (২৫) ৬১ নং আয়াত কতো মহান তিনি যিনি আকাশে সৃস্টি করেছেন বড় বড় তারকাপুন্জ এবং স্হাপন করেছেন প্রদীপ ও জ্যোতির্ময় চন্দ্র।আরবিতে ” মুনির ” মানে – Reflected Light বা ধার করা আলো।

মুসলিম ভাই – কে ১৪০০ বছর আগে কোরআনে এই কথা উল্লেখ করেছেন?

মুসলিম ভাই – আমরা যে পৃথিবীতে বাস করি এইটা দেখতে কেমন?

Atheism ভাই – এইটা গোলাকার (কমলা লেবুর মত)

মুসলিম ভাই -কতদিন আগে science এইটা আবিস্কার করেছে?

Atheism ভাই – ১৫৯৭ সালে ফ্রান্সের এক জন এইটা আবিস্কার করেছে।

মুসলিম ভাই – কিন্তু ভাই ১৪০০ বছর আগে কোরআনে এই কথা বলা আছে ।

  • সুরা নাজিয়াত  (৭৯) ৩০ নং আয়াত আল্লাহ বলেছেন -এরপর পৃথিবীকে সৃস্টি করেছেন ডিম্বাকৃতি।আরবিতে ” তাহাহা ” মানে ডিম্বাকৃতি।

কে ১৪০০ বছর আগে কোরআনে এই কথা উল্লেখ করেছেন?

মুসলিম ভাই – কতদিন আগে science আবিস্কার করেছে সুর্য নিজ অক্ষের উপর ঘুরে?

Atheism ভাই – science এইটা আবিস্কার ২০-৫০ বছর আগে।

মুসলিম ভাই – কিন্তু ভাই ১৪০০ বছর আগে কোরআনে এই কথা বলা আছে ।

  • সুরা আম্বিয়া (২১) ৩৩ নং আয়াত আল্লাহ বলছেন – আল্লাহই সৃস্টি করেছেন রাএি ও দিবশ এবং চন্দ্র ও সূর্য ,প্রত্যেকেই নিজ নিজ কক্ষেপথে বিচরন করে।

মুসলিম ভাই – মিষ্টি ও লবনাক্ত পানি মিশে না।কিন্তু ১৪০০ বছর আগে কোরআনে কে এই কথা গুলো জানিয়েছে?

  • সূরা ফুরকান -(২৫) ৫৩ নং আয়াত – তিনি দুই সুমদ্রকে মিলিত ভাবে প্রবাহিত করেছেন ,একটি মিষ্টি এবং অপরটি লবনাক্ত ,উভয়ের মধ্যে রেখেছেন এক অন্তরায় ,এক শক্ত ব্যাবধান।

মুসলিম ভাই – পাহাড় গুলোর জন্য মাটি স্হির থাকে।কিন্তু ১৪০০ বছর আগে কোরআনে কে এই কথা গুলো জানিয়েছে?

  • সুরা নাবা (৭৮) ৬,৭ নং আয়াত – আমি কি পৃথিবীকে বিছানা বানিয়ে দিয়নি ,পাহাড় সুমহকে পেরেক রুপে গেড়ে দিয়নি?

  • সুরা লোকমান ১০ নং আয়াত – আমি পৃথিবীতে পাহাড় সুমহকে স্হাপন করেছি ,যাতে তা পৃথিবীকে স্হির রাখে আর যাতে তোমাদের দোলা না দেয়।

মুসলিম ভাই – আমরা জানি প্রতিটি উদ্ভিদের male & female আছে এইটা ১০০ বছর আগে science আবিস্কার করেছেন । কিন্তু ১৪০০ বছর আগে কোরআনে কে এই কথা গুলো জানিয়েছে?

  • সুরা তাহা (২০) ৫৩ নং আয়াত – তারপর বৃষ্টির পানি দিয়ে জোড়ায় জোড়ায় বিভিন্ন রকমের উদ্ভিদ বের করে আনি।

  • সুরা রাদ (১৩) ৩ নং আয়াত -প্রত্যেক ফল-মুল সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়।

মুসলিম ভাই – পানি থেকে জীব সৃস্টি।কিন্তু ১৪০০ বছর আগে কোরআনে কে এই কথা গুলো জানিয়েছে?

  • সুরা আম্বিয়া (২১) ৩০ নং আয়াত – প্রানবান সবকিছু সৃস্টি করলাম পানি হতে তবুও কি তারা বিশ্বাস করবে না?

মুসলিম ভাই – মানুষের সৃস্টি।(A)

  • সুরা মোমেনুন (২৩) ১২ নং আয়াত আল্লাহ বলেছেন – আমি তো মানুষকে সৃস্টি করেছি মৃতিকার মুল উপাদন থেকে।

  • সুরা সাজদাহ (৩২) ৭,৮ নং আয়াত আল্লাহ বলেছেন – যিনি তার সকল  কিছু সৃজন করেছেন উত্তম রুপে এবং কাদা মাটি হতে মানব সৃষ্টির সূচনা করেছেন।অতঃপর তার বংশ উৎপন্ন করেছেন তুচ্ছ তরল পর্দাথের নির্যাস থেকে।

  • সুরা সোয়াদ (৩৮)৭১ নং আয়াত- আল্লাহ বলেছেন – আমি মানুষকে সৃস্টি করেছি মাটি হতে ।

  • সুরা ফুরকান (২৫) ৫৪ নং আয়াত আল্লাহ বলেছেন -আমি তোমাদের সৃস্টি করেছি পানি হতে।

Atheism ভাই – মানুষের সৃস্টি ।(B)

  • বিবর্তন প্রাকৃতিক নির্বাচন ও পরিব্যক্তি এই দুই মৌলিক এিয়ার দ্বারা ঘটে বিবর্তনের জন্য গভীরতা বাড়তে বাড়তে এক পর্যায় জড় বস্তু থেকে জৈব বস্তু DNA (অনু) থেকে এক কোষী প্রানী ,আসতে আসতে জটিলতর প্রানী এবং এক পর্যায় মানুষ প্রানীর মাঝে আত্নসচেতনতার উদ্ভব হয়।

মুসলিম ভাই – আমার প্রশ্ন হল আল্লাহ আমাদের সৃস্টি না করলে ,এই ভাবে মানুষ এখন কেন সৃস্টি হইনা ?

  • science কি theory তে বিশ্বাসী ?science তো fact এ বিশ্বাসী। evolution তো একটা theory !বই এর নামই হলো Charles Darwin Theory of Evolution ।Charles Darwin – the origin of peaches বইটি কি পড়েন নি? Charles Darwin একটি চিঠি পাঠালেন JOHN HERSCHEL এর কাছে ১৮৬১ সালে তিনি লিখেছেন আমি বিশ্বাস করি না Theory of Evolution কারন আমার কাছে কোন প্রুফ নেই।আমি এইটাকে শুধু মাএ বিশ্বাস করি এই কারনে- এইটা আমাকে সাহায্য করে classification of embryology,morphology

Atheism ভাই – !

মুসলিম ভাই –

আরও অনেক scientific কথা বলা আছে ১০০০ আয়াতের মত।১৪০০ বছর আগে কে এইগুলো কোরআনে বর্ণনা করেছে?১৪০০ বছর আগে কি science এত উন্নত ছিল ?

কিন্তু অনেক মুসলমান ভাই ৩০০ থেকে ৫০০ বছর আগে অন্ধ বিশ্বাস করতো কিন্তু এখন আপনাদের (science) সৃস্টিকর্তা প্রমান করে দিয়েছে ।আমি নকল ( science) সৃস্টিকর্তা আমার উপরে আরেকজন সৃস্টিকর্তা আছে তার নাম আল্লাহ।

 দুনিয়ার কিছু গায়েবে বিশ্বাস !

  •  আপনি আপনার মায়ের পেট থেকে জন্ম গ্রহন করেছেন ,আপনার মা আপনাকে বলেছে এইটা আপনার পিতা,অথচ আপনি ছোট ছিলেন কিছুই জানতেন না ,আপনি আপনার মায়ের কথা কি করে বিশ্বাস করলেন? গায়েব অথচ আপনি বিশ্বাস করছেন।

  • আপনাকে কারেন্টের তারে হাত দিতে বলা হলে হাত দিবেন?আপনি কখনই হাত দিবেন না, কিন্তু তারের কারেন্ট তো দেখা যাচ্ছে না।গায়েব অথচ আপনি বিশ্বাস করছেন।

কিছু ভবিষৎ বানী

  • অনেক মানুষ আছে যারা সৃস্টিকর্তা কে বিশ্বাস করে না এবং নারী মুক্তি নারী মুক্তি বলে থাকে,এরাই নারীদের ক্ষতি করবেনাতো?সাবধান!

  • নবী (সাঃ) ১৪০০ বছর আগে বলেছেন পুরুষদের সংখ্যা কম হবে এবং নারীদের সংখ্যা অনেক বেশি হবে

  • বর্তমানে পুরুষদের সংখ্যা কম এবং নারীদের সংখ্যা বেশি – নবী (সাঃ) এর কথা সত্য হতে চলেছে – এখন আপনারা ও আপনাদের সায়েন্স কি করবেন ?এই কথাটা সত্য হতে দিলে মানুষতো ধর্মে বিশ্বাস শুরু করবে এবং আপনারা এইটা কি করে ভুল প্রমানিত করবেন? তার কথা সত্য হতে দিবেন নাকি নারীদের কোন ব্যাবস্তা করবেন?দেখেন নারী মুক্তি নারী মুক্তি যারা বলছেন তারাই আবার নারীদের দুশমান না হয়ে যান।কিন্তু ইসলামে নারীর মর্যাদা অনেক।আসুন নিচের অংশ টা পড়ি।

  • একজন লোক এক মুসলিম লোককে জিঞ্জাসা করল আপনারা আপনাদের মেয়েদের বোরখা পরান কেন?

  • মুসলিম লোকটি উত্তরে বলল -২টা মিষ্টি আপনাকে দিলাম ,একটি মিষ্টি কে কাগজে মুড়ে দিলাম অপরটি খালি এইবার ২টি মিষ্টি মাটিতে ফেলে দিন ।এখন আপনি কোনটা খাবেন? — source-fb

  • একজন লোক এক মুসলিম লোককে জিঞ্জাসা করল আপনারা আপনাদের মেয়েদের সাথে হাত মিলাতে দেন না কেন?

  • মুসলিম লোকটি উত্তরে বলল – রানী এলিজাবেথ কি সবার সাথে হাত মিলান ?লোকটি উত্তরে বলল না কিছু সংখ্যক লোক আছে যাদের সাথে রানী এলিজাবেথ হাত মিলান ,মুসলিম লোকটি  বলল আমাদের সকল মেয়েদের কে আমরা রানী হিসাবে দেখি। — source-fb

  • পিতাকে সরিয়ে রাখবে দূরে,বদকার লোক হবে বংশের প্রধান,অনিস্টের ভয়ে মানুষকে সম্মান করা হবে,নিকৃস্ট লোক দের নেতা বানানো হবে ,ঘন ঘন ভুমিকম্প হবে ,আর অনেক কিছু।

  • আমার ভাইয়েরা এইগুলো কি আমাদের সমাজে এখন বিদ্যমান নয়?এগুলো আপনাদের সৃস্টিকর্তা (Science)ঠেকাতে পারছে না কেন ? তাহলে কি আপনাদের সৃস্টিকর্তা (Science)অপারক ?আমাদের নবী সাঃ এর সামান্য কথা ঠেকাতে পারছে না ?তাহলে কে বড়?

  • তাহলে কিয়ামত হবে কবে?

  • আমাদের জ্ঞান সীমিত আমাদের আল্লাহ কোরআনে যা জানিয়েছে ততটুকু জানি আমরা।

কিছু ভুল যুক্তি ও কিছু প্রশ্ন

১।বেহেশত কি পতিতালয়?(৭০টা হুর দেওয়া হবে)

  • পতিতালয় কাকে বলে? – যে স্হানে পুরুষরা কিছু (টাকার)মুল্যের বিনিময়ে …………।বেহেশত তাহলে কি করে পতিতালয় (টাকা)?-সৃস্টিকর্তা মানুষের স্বভাব সম্পর্কে জানেন বলেই এই ওয়াদা করেছেন (এইটা মাথাই আসে না?)।রাস্তা দিয়ে সাদা রসুন হেটে গেলে কে না তাকাই?(সাদা রসুন এইটা আমার এক হিন্দু ভাইএর কথা)কিন্তু সৃস্টিকর্তা দুনিয়াতে যেনা করতে নিষেধ করেছেন।যারা নারী মুক্তি -নারী অধিকার বলে তাদের আসল উদ্দ্যেশ কি?তারা নারীদের পূর্ণ মুক্ত করে কি করতে চাচ্ছেন?দুনিয়াটাকে পতিতালয় বানানোর অপচেস্টা করছেন।নারীদের পূর্ণ মুক্ত কতটুকু করতে পেরেছেন?কোথাও না পারলে নিশ্চয় আপনার অফিস বা বাড়িতে পেরেছেন?তাহলে পতিতালয় কোনটা?(হিন্দু বন্ধুর কাছ থেকে শোনা সে আবার science এর ছাএ)পতিতালয় থাকলে এমনিতেই মাথা কাজ করে না – তখন science কে সৃস্টিকর্তা মনে হয় আর সৃস্টিকর্তার বেহেশত কে পতিতালয়।আপনার বেলায় ঠিক একই টা যটেছে।

২।সৃস্টিকর্তা সর্বত্র বিরাজমান?

  • কোরাআনে বা হাদিসে কোথাও লেখা নাই আল্লাহ সর্বত্র বিরাজমান – সুরা আরাফ (৭)৫৪ নং আয়াত আল্লাহ আসমান ও জমিন কে সৃস্টি করেছেন অতপর তিনি আরশের উপর অধিস্ঠিত হয়েছেন।

৩।কোরআনে বা হাদিসে কোন তারিখ বা বছর দেওয়া নাই কিন্তু তাদেরঅনেক বইতে তারিখ বা বছর দেওয়া এইগুলো কই পাইল?বাবা বিশাল জ্ঞানীতো আপনারা।

৪।ঈশ্বর কি মহা প্লাবন সৃস্টি করেছিলেন?

  • হ্যাঁ মহা প্লাবন সৃস্টি করেছিলেন কিন্তু সারা দুনিয়াতে না ।কিন্তু আপনারা কই পেলেন সারা দুনিয়াতে মহাপ্লাবন হয়েছে?মহা প্লাবন হয়েছে কোরআনে বলা হয়েছে নুহ আঃ এর গোএের জন্য

  • সুরা হুদ (১১) ২৫ নং আয়াত আল্লাহ বলছেন – আমি অব্যশই নুহকে তার জাতির কাছে পাঠিয়েছি।

৫।আজ সর্বব্যাপী পাপ দেখে ঈশ্বর কেন বিচলিত নন?

  • সুরা আল মোতাফফেফীন – ৮৩ -১১ নং আয়াত -যারা শেষ বিচারের দিনটিকে মিথ্যা বলে,সব সীমালংঘনকারী  মহাপাপী ব্যাক্তি ছাড়া কেউই এ বিচার দিন টিকে মিথ্যা বলে না,যখন তার সামনে আমার আয়াত পরে শোনান হয় তখন সে বলে এগুলো হচ্ছে নিছক আগের কালের গল্প কাথা,এদের কৃত কর্ম এদের মনে মরিচারুপে জমে গেছে ।এসব পাপীরা (কিয়ামতের দিন )সেদিন তাদের প্রতিপালকের দর্শন লাভ হতে বাধা গ্রস্হ হবে, তারা অব্যশই জাহান্নামের আগুনে প্রবেশ করবে।

৬।সব পয়গম্বররা কি শুধু আরবে জন্মায়?

  • সুরা আন নাহল – (১৬) ৩৬ নং আয়াত – আল্লাহ বলছেন – আমি প্রত্যক জাতির কাছে নবী ও রাসুল পাঠিয়েছি।

৭।ঈশ্বরই সবকিছুর নিয়ন্তা হলে পুলিশের ভুমিকা কি?

  • আল্লাহ মানুষ কে স্বাধীনতা দিয়েছেন ।আর দুনিয়ার সব লোক ভাল গুলো করলে তো আর পুলিশ লাগত না।

৮।রোগ-বালাই , বিপদ-আপদ , ধনী-গরীব

  • সুরা বাকারা (২)১৫৫ নং আয়াত – আল্লাহ বলছেন – আমি নিষ্চয় তোমাদের পরীক্ষা করব ভয়-ভীতি , ক্ষুধা -অনাহার,তোমাদের মাল-জান ও ফসলাদির ক্ষতিসাধন করে ,যারা ধৈর্য ধারন করে এর মোকাবেলা করে তাদের জন্য সুসংবাদ।

৯।আপনাদের  (science) সৃস্টিকর্তা কি অপারক?

  • science এখনও Alien খুজে বেড়াচ্ছে আরে ভাই আমাদের সৃস্টি কর্তা কোরআনে জ্বীনের কথা বলেছেন Alienআবার জিন নাত ? আ হা রে আপনাদের সৃস্টিকর্তা (science)অপারক হয়ে গেল?এখনও alien দের খোজ পেলো না?

১০।সায়েন্স এর বিস্ময়কর সব আবিস্কার দেখে মনে কিছু প্রশ্ন জাগে।

  • আচ্ছা big bang এর আগে কি হয়েছিল তার আগে কি হয়েছিল,তার আগে কি হয়েছিল?এমনিই করে প্রশ্নমালা চলতে থাকবে ,শেষ সমাধানে পৌছানো যাবে না।আশা করি আমার এই প্রশ্নের উত্তর আমি মেইল এ পেয়ে যাবো।

আমাদের জ্ঞান সীমিত,আমাদের আল্লাহ যা কিছু কোরআন ও হাদিসের মাধ্যমে জানিয়েছে আমরা ততটুকুই জানি।

১১।মানুষের ব্রেইন মানুষ কতটুকু ব্যবহার করে আর আইনস্টাইন তার ব্রেইন কতো টুকু কাজ করিয়েছেন?

  • ৮%?? থেকে ১০%%?? সাধারন মানুষ ১% থেকে ২%আপনারা এই সামান্য ব্রেইন ব্যবহার করে সৃস্টিকর্তা কে দেখতে চান?সৃস্টিকর্তা কোরআনে জিনের কথা বলেছেন , সারা জীবনেও সৃস্টিকর্তার এই সামান্য সৃস্টি জিন দেখতে পারেন নাকি সন্দেহ।

১২।৪টা বিয়ে নাকি ১ টা বিয়ে?

কোরআনের ১টি বিয়ে করতে বলা হয়ছে।

  • সুরা নিসা (৪) ৩ নং আয়াত আল্লাহ বলছেন – নারী দের মাঝে থেকে তোমাদের যাদের ভাল লাগে ২ বা ৩ বা ৪ জনকে বিয়ে করে নাও কিন্তু যদি তোমরা (একের অধিক হলে তাদের মাঝে)তাদের মাঝে ইনসাফ না করতে পারো না ,তাহলে একজনকে বিয়ে করো সীমালংঘন থেকে বেচে থাকার জন্য এটাই হচ্ছে (উত্তম ও) সহজতর।

  • যারা যেনা করে তাদের টা কোন ব্যাপার না নাকি?যেনা করে করে aids বাধায় ফেলছে বাবা রে।

  • দুনিয়াতে এখন মেয়েদের সংখ্যা বেশি – ধরা ঘাক (১০০ মেয়ে ও ৯৫ জন ছেলে) প্রতিটি মেয়ে তার জীবন সঙ্গী পেয়ে গেছে।এখন বাকি ৫ জন ।এই ৫ জন আমার বা আপনার বোন।এখন আপনি আপনার বোনকে বিবাহিত পুরুষের সাথে বিয়ে দিবেন?নাকি তাকে public property হতে দিবেন?আপনাদের উপর অবশ্য ভরশা একটু কম।

  • যেহেতু আপনাদের ৪বিয়েতে সমস্যা আপনারা এই মেয়ে গুলোকে নিশ্চয় বিবাহিত মানুষের সাথে বিয়ে দিবেন না।

  • আমরা কি তাহলে ধরে নিব আপনারা (আমাদের বোনদের)তাদের public property বানাতে চাচ্ছেন?

  • বইতো আবার লিখছেন নারী মুক্তি বা নারীদের অধিকার নিয়ে । আপনাদের গোপন তথ্য ফাস ?

১৩।সৃস্টিকর্তাকে গালি দেওয়া !

  • সুরা আন আম – ১০৮ নং আয়াত আল্লাহ বলেছেন – তারা আল্লাহর বদলে যাদের ডাকে,তাদের তোমরা কখনও গালি গালাজ করো না,অজ্ঞতার বশবর্তী হয়ে না জেনে আল্লাহ কে তারা গালি দিবে, আমি প্রত্যেক জাতির কাছেই তাদের নিজেদের কার্য কলাপ সুশোভন করে রেখেছি,সবাইকে একদিন তার মালিকের (আল্লাহর) দিকে ফিরে যেতে হবে।মানে আল্লাহ আপানাদের অজ্ঞ বলেছে তাহলে কি scientist রা মুর্খ?

১৪।কোন ধর্ম গ্রন্হে এমন কথা বলা বা লেখা নেই।

  • সুরা নিসা – (৪)৭৯ নং আয়াত – আল্লাহ বলছেন – আমি তোমাকে [মোহাম্মাদ (সা:)] সমগ্র মানব জাতির জন্য রাসুল বানিয়ে পাঠিয়েছি।

  • সুরা ইমরা্ন (৩) ৮৫ নং আয়াত – আল্লাহ বলছেন – ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান কবুল হবে না ।

১৫।কিছু স্থানে বৃস্টি হয় ,কিছু স্থানে বৃস্টি হয় না তাহলে কি সৃস্টিকর্তা (আল্লাহ্‌)অপারক ?

  • ফালতু একটা বিষয় – আপনাদের  science (সৃস্টিকর্তা )কি এইটা আবিস্কার করতে পারিনি ? কি কারণে কিছু স্থানে বৃস্টি হয় ,কিছু স্থানে বৃস্টি হয় না ?আরবে বৃস্টি খুবই কম হয় কিন্তু তাদের আল্লাহ্‌ তেল দিয়েছেন।আফ্রিকায় ডায়মন্ড দিয়েছেন।আপনাদের science (সৃষ্টিকর্তা )শুধু আমেরিকায় মাঝে মাঝে বৃস্টিপাত ঘটাতে পারে ?- আর সারা দুনিয়ার বৃস্টি আবহাওয়া নিয়ন্ত্রন করতে পারছে না কেন?ঝর বা দুর্যোগ হবার আগে শুধু মাত্র মানুষ কে একটু সাবধান করতে পারেন অতটুকূ আপনারদের science (সৃষ্টিকর্তা ) এর ক্ষমতা?কই ভাই এই গুলো আপনাদের science (সৃষ্টিকর্তা ) ঠেকাতে পারছে না কেন?আবার এই ভুল ধারনা নিয়ে থেকেন না একদিন না একদিন আপনাদের science (সৃষ্টিকর্তা )এই গুলো পারবে।

১৬।আমাদের সৃষ্টিকর্তা জীবন ও মরন ২টায় দিতে পারে।কিন্তু আপনাদের সায়েন্স (সৃষ্টিকর্তা)কি পারে?

  • সুরা বাকারা (২) ৫৫ নং আয়াত – তোমরা যখন বলেছিলে হে মুসা আমরা আল্লাহকে প্রত্যক্ষভাবে না দেখলে কখনোও তার উপর বিশ্বাস করব না তখন মুর্হতের মধ্য বজ্রসম এক গজব তোমাদের উপর নিপতিত হল তার দিকেই চেয়ে থাকলে (মৃত অবস্তায় )অতপর মৃত্যুর পর আমি তোমাদের আবার পুনারাই জীবন দান করলাম যাতে তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করতে পার।

১৭।সৃষ্টিকর্তা কি চায় তার দুনিয়ায় শুধু ভালটা হোক ?

  • তাহলে শুধু বেহেশত বানাতেন তিনি -দোজখ বানাতেন না ।সৃষ্টিকর্তা আদেশ হল ভাল কাজের ।আর মানুষ কে সৃষ্টিকর্তা হরকতের ক্ষমতা দিয়েছেন এবং তার সব সৃষ্টির সর্বশ্রেস্ট সৃষ্টি হল মানুষ।

১৮। কিছু লোক পঙ্গু হয়ে জন্মাই?কিছু লোক ধনী -গরীব কেন?

  • সুরা আনফাল (৮)২৮ তোমাদের মাল সম্পদ ,সন্তান সন্ততি হচ্ছে  আল্লাহর তরফ থেকে পরীক্ষামাএ।

১৯।তোমাদের স্ত্রী তোমাদের শষ্যক্ষেএ।

  • আল্লাহ ছেলেদেরকে শষ্যক্ষেএ বলল না কেন? ছেলেরা কি জন্ম দিতে পারে?আপনারা শষ্যক্ষেএ হিসাবে ব্যবহার করেন না এইটা আমরা জানি এবং আমরা এইটাও জানি শষ্যক্ষেএ হিসাবে আপনারা মানতে রাজি না কেন -কারন কি?আমরা জানি আপনারা এই শষ্যক্ষেএে bull Dosser এবং ট্যাঙ্ক চালাতে অভ্যস্ত ।এইটা আপনাদের জন্য যুদ্ধক্ষেএ।আমরা শষ্যক্ষেএ হিসাবে এইটা ব্যবহার করলে আপনাদের সমস্যা কি? আমাদের সংখ্যা বেড়ে যাবে ? আর আমরা ক্ষমতায় চলে যাব? আমাদের জন্য এইটা শষ্যক্ষেএ এবং শষ্যক্ষেএ  কিভাবে চাষ করতে হবে এইটা কৃষকরাই ভাল জানে।আমরাই হলাম সেই কৃষক।

চক্রান্ত সমুহ

coming soon

প্রস্ন – উত্তর

১ – আমার মতে যারা সায়েন্স এ বিশ্বাসী এবং বলে সৃস্টিকর্তা বলতে কিছু নাই বা নাস্তিক তারাই ঠিক বলে ধর্ম ফালতু ,যেমন -Stephen hawking ,Aristatol — Mail

উঃ – এদের ধর্ম চোখে দেখা ধর্ম এরা চোখে দেখলে বিশ্বাস করে, চোখে না দেখলে বিশ্বাস করে না ,যখন ছোট ছোট ভাইরাস আবিষকৃত হয়নি তখনকার সময়ের scientist রা ভাইরাস সম্পরকে জানতো না, যেহেতু তারা চোখে দেখেনি সেহেতু তারা ভাইরাস বিশ্বাস করতো না, কিন্তু সেই সময় ভাইরাস বিদ্যমান ছিলো,তাহলে এই বিশ্বাস কি তাদের ভুল ছিল না?আর এখন যারা আছে তারাও একই ভুল করছে ।যেমন – এক স্হানে ৫ জন বসে আছে একজন ঘুমিয়ে পড়ল এবং স্বপ্ন দেখল – সে তিন তলা ছাদের উপর থেকে নিচে পরে যাচ্ছে তারপর তার ঘুম ভেঙ্গে গেল এই স্হানের বাকি ৪ জন কিছু জানল না  ,যখন ৪ জন কে স্বপ্নের কথা বলা হবে তারা যদি বলে প্রুফ কি ,বেচারা এখন প্রুফ করতে গেলে জীবনটাই চলে যাবে , যেহেতু তারা চোখে দেখেনি ,সেহেতু তারা বিশ্বাস করবেনা , কিন্তু আসলে ঘটনাটা সত্যি ঘটেছে স্বপ্নে। সব সায়েন্স এ বিশ্বাসীরা নাস্তিক না ।সৃস্টিকর্তা আগেও ছিলেন , এখনও আছেন এবং ভবিষৎতেও থাকবে।

২ – মুসলমান ঘরে জন্ম হয়েও কিছু লোক নাস্তিক -যেমন কিছু writer or scientist

উঃ -সুরা বাকারা (২) ৬ নং আয়াত – যারা অস্বীকার করে ,তাদের তুমি সাবধান করো বা না করো উভয়ইটা সমান,আল্লাহ তাদের মন ,মগয ,চোখের শোনার উপর মোহর মেরে দিয়েছে।তাদের জন্য শাস্তি রয়েছে।

৩ – সৃস্টিকর্তার একবার দেখা পেলেই তো আমরা সৃস্টিকর্তা কে বিশ্বাস করতাম এবং ধর্ম মেনে নিতাম। সৃস্টিকর্তার অস্তিত্ব আছে বিশ্বাস করতাম। সৃস্টিকর্তা আমাদের দুনিয়াতে কেন পাঠাল ,কেন স্বর্গ বা নরকে দিল না? — mail

উঃ -সৃস্টিকর্তা আমাদের দুনিয়াতে কেন পাঠাল -পরীক্ষার জন্য ।বান্দা তুমি ভাল বা মন্দ কাজ করে আমার দিকে আসো ।আপনার ছেলে কে আপনি প্রথম কোন ক্লাস এ ভর্তি করবেন?ক্লাস ১ তো নাকি?নাকি সরাসরি ক্লাস ১০?

সৃস্টিকর্তার একবার দেখা পেলে – সুরা বাকারা (২) ৩ -৭ নং আয়াত – যারা গায়েবে বিশ্বাস করে বা ইমান আনে,পরকালের উপর বিশ্বাস করে তারা সফলকাম এবং জান্নাতে যাবে।আপনি তো ভাই চাচ্ছেন পরীক্ষার আগে প্রশ্নপএ দেখতে।এখানে নকল করে পাশ করার কোন উপায় নেই।

8 – কোরআনের অধিকাংশ বিষয় তো science এর সাথে মিলে যাচ্ছে , কোরআনে এমন কিছু আছে যা সায়েন্স এখনও আবিস্কার করতে পারিনি (এলিয়েন-alien)  কিন্ত কোরআনের ভিতর আছে?(পূর্বে dinosaur ) — mail

উঃ – হ্যাঁ -সুরা বাকারা (২) ২৮৪ নং আয়াত – নভোমন্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই আল্লাহর,তোমাদের অন্তরে যা রয়েছে তা প্রকাশ কর বা গোপন রাখ আল্লাহ তার হিসাব তোমার কাছ থেকে নিবে।অতপরঃযাকে ইচ্ছা ক্ষমা করবেন ,যাকে ইচ্ছা শাস্তি দিবেন এবং আল্লাহ সর্ব বিষয়ে শক্তিমান।

৫ – অনেক scientist আছে যারা  সৃস্টিকর্তাকে বিশ্বাস করে না কেন? — mail

উঃ – scientist রা নিজেদের ক্লাস এর বই গুলো পড়ে কুল পায়না , তারপর আবার এক scientist এইটা বলেছে অন্য scientist আরেকটা বলেছে -কি কি বিষয় নিয়ে তাদের মতবিরোধ এই সব নিয়ে ব্যাস্ত থাকে ।কোরআনে পড়ার টাইম ই পাইনি জীবনে ।আর কোরআন পড়লেও ভাল মত বুঝে পরে না  science এর বই গুলো পড়াতে যে সময় ব্যায় করেছে ততটুকু সময় কোরআনে সময় দিলে তারা atheist থাকত না।কোরআনের প্রথম সুরায় ৭টি আয়াত এই ৭টি আয়াত কে ভেঙে বিশদ ভাবে বর্ণনা করলে একটি ৭৫ পেজের বই হবে।

৬ – ভাই ইসলামে তো নারীদের অনেক অধিকার দিয়েছে কিন্তু তারপরও কিছু লোক নারী অধিকার ও নারী মুক্তি করে কেন। – মেইল

উঃ – আমদের সমাজে কিছু লোক আসে যারা নিজেদের ছেলে মেয়েদের control করতে পারছে না ফলে তারা সমাজে প্রায় মান সম্মান হারাচ্ছে বা ছোট হচ্ছে । যদি সবার ছেলে মেয়ে একই বাজে কাজ করে তাহলে তারা সমাজে আর মান সম্মান হারাবে না ।এই জন্য তারা এই গুলো করছে।

৭।রিযিক দাতা একমাএ আল্লাহ তাহলে বাড়ী বসে থাকি আল্লাহ বাড়ীতে খাবার পৌছে দিবে। — হৃদয়

উঃ-সরকার দেশের জন্য খাদ্যর ব্যাবস্তা করে থাকে তাহলে আপনি কেন দোকানে যেয়ে চাল,ডাল কিনেন?

শেষ কথা

ইসলামের বিরুদ্ধে বই লেখা দেখেই বুঝেছিলাম ইসলামের বই গুলোর ভুল ব্যাখা দেওয়া হবে।আর দেখলেন তো ?

কি পরিমান ভুল লেখা হয়েছে ?

God’s Miracle of 19 in Quran

আপনাদের সবাই কে আমি ইসলামের দাওয়াত দিলাম।আল্লাহ আপনাদের সবার ভাল করুক ও আপনাদের সবাইকে হেদায়েত দান করুক।আমীন

ভিডিও গুলো দেখুন

Dr. Zakir Naik – Does God exist

Is the Quran Gods Word? – Dr Zakir Naik

Purpose of Life – Dr. Zakir Naik

(নিস্চয় ভাল কাজ মোমিন মানুষের লক্ষন।এইগুলো মানুষের কাছে পৌছে দিয়ে কিছু সওয়াবের অধিকারি হন।দয়া করে পেজটি শেয়ার করতে ভুলবেন না ভাই ও বোনেরা ধন্যবাদ )

  1. saita holo: ami muslim amar dhormo thakle amar reward pawer somvobona ase r tomer kono religion nai tai tomer reward poawer somvobabo na nai

  2. হা পড়েছি এই রকম বই আমার ৫ বছরের ছেলে বা মেয়ে লিখতে পারবে কোন ব্যাপার না ।কারন ছোট বাচ্চারা যে পরিমান প্রশ্ন করে তা দিয়ে এই রকম বই ১০ তা লেখা সম্ভব।আর এই বইতে অনেক ভুল লেখা আছে।সত্যর সন্ধানে,প্রথম প্রস্তাব আত্না বিষয়ক,২য় প্রস্তাব ঈশ্বর বিষয়ক রাবনের…ইত্যাদি।আসলে কি উনি হিন্দু না মুসলিম তা বোঝা যায় না।উনি নামধারী মুসলিম।আমার মতে,উনি ছিলেন ” দোআসলা ” ।উনার বই পড়ে বুঝলাম উনি কোরআন কখনও নিজের ভাষায় বুঝে পড়েননি।আর উনি যে সময় বই লিখেছেন ঐ সময় কোরআন বা সকল হাদিসের বই বাংলাই প্রিন্ট হয়নি আর কোরআনের বাংলা মানে বা তাফসীর অন্ধভাবে মানা যাবে না কারন আরবি একটি অক্ষরের মানে বা অর্থ অনেক গুলো হয়ে থাকে।আরবি এর ১০০% বাংলা হয় না।উনি কি আরবি পন্ডিত ছিলেন?

  3. ভাই আপনি কি আরজ আলী মাতুব্বর এর রচনা সমগ্র পরেছেন?

এখানে আপনার মন্তব্য রেখে যান