যুবক দাঈ নেই কেন?


If U Have Problem With Bangla Download This Software

যুবক দাঈ নেই কেন? / Why We Dont Have Young Daee?


You Will Success If you Use Brain.exe – You Will Fail If You Use Cheat or Trainer

বিসমিল্লাহির রাহমানির রাহীম

আসসালামু অলাইকুম

  • যারা ইসলামের দাওয়াত দেয় তাদের দাঈ (Daee)বলা হয়

  • দাঈ (Daee) বিভিন্ন  প্রকার -Full time , Per time ,Weekly দাঈ (Daee)

  • ইসলামের দাওয়াত পৃষ্ঠা পড়ুন।

 অন্য ইসলামিক দেশে যুবক দাঈ /Young Daee ভরা আর আমাদের দেশে সামান্য কয়জন।কেন?

যুবক ও যুবতী ইসলাম থেকে দূরে কেন?

  • ইন্ডিয়ান বা পশ্চিমাদের নাটক বা মুভি গুলোর মাধ্যমে যুবক বা যুবতীদের বিপথে নেওয়া হচ্ছে। তারা যে ধারনা পোষন করে থাকে – পৃথিবীতে আমাদের কে পাঠান হয়েছে প্রেম প্রীতি ও আনন্দ ফুর্তির জন্য।যতদিন বেচে আছি আনন্দ ফুর্তি করে কাটিয়ে দিতে হবে।

  • তাদেরকে কে নেশা গ্রস্ত করা হচ্ছে ,নেশা করার উপদান দিয়ে।

  • তাদেরকে pornography দিয়ে আচ্ছন্ন করে রাখা হয়েছে।যাতে তারা এইসব কিছু নিয়ে বাস্ত থাকে জাতি নিয়ে না ভাবে।

  • তাদের হাতে হাতে মোবাইল দিয়ে দেওয়া হয়েছে।মোবাইলের দাম বাজারে খুব কম।কিন্তু খাবার জিনিসের দাম কম না কারন কি? মোবাইল এর দাম কেন এত কম?(পরা শক্তি)

  • পিতা মাতা ইসলাম থেকে দূরে বা ইসলাম সম্পর্কে কম জ্ঞান রাখে।সন্তান দের কে ইসলামের ভাল শিক্ষা দিচ্ছে না ।ফলে অনেকেই নাস্তিক হয়ে যাচ্ছে।সুরা লোকমান প্রতিটি পিতা মাতা সন্তানদের জন্য উপদেশ।

  • বর্তমান মুসলিম সমাজে অনেক পরিবর্তন সাধন হয়েছে।স্বীকৃত যে পিতা মাতা রা এখন অনেক সজাগ।

কারন কি?

  • যাতে করে বাঙ্গালী মুসলিমরা কখনও উপরে উঠতে না পারে।

  • next Generation  এসে যাতে ভাল কিছু না করতে পারে তার লাইন আগে থেকে কেটে দেওয়া হচ্ছে।

  • বাইরের অনেক দেশ আছে যারা এই দেশকে টাকা দিয়ে সাহায্য করতে চায় শুধুমাএ কনডম ও জন্মনিয়ন্ত্রন ঔষধ দেওয়ার মাধ্যমে ।কিন্তু তারা কোন মটরসাইকেল বা অন্য কোন কোম্পানির  ক্ষেএে ব্যয় করতে চায় না।

  • মুসলমানরা যাতে কোরআন ও সহী সুন্নাহ থেকে দূরে চলে যায়।

  • প্রধান সমস্যা হল ইসলাম সম্পর্কে জ্ঞান কম রাখা , পশ্চিমাদের অনুসরন , আর সবচেয়ে বড় সমস্যা (ইসলাম সম্পর্কে জ্ঞান কম , পশ্চিমাদের অনুসরন ইত্যাদি) এই গুলোকে সমস্যা না মনে করা।

  • ধর্ম নিয়ে বাড়াবাড়ি এর সঠিক মানে না বুঝা – কেউ একজন নামায পড়তে যাবে না আপনি তাকে জোর করে নামাজের জন্য নিয়ে গেলেন বা একজন Non Muslim এর সাথে কথা কাটাকাটি করলেন যে আমার ধর্ম ঠিক ইত্যাদি।

  • নায়ক – নায়িক,গায়ক – গায়িকা খেলোয়ার বা অন্য যে কোন মানুষ বা ব্যক্তিত্ব কে নিজের জীবন আর্দশ মনে করে থাকে যুবক বা যুবতিরা বা তাদের ফ্যান হয়ে থাকে।কিন্তু আসলে নবী সাঃ (মেয়েদের ক্ষেএে নবী সাঃএর স্ত্রী )এর ফ্যান হওয়া উচিৎ ছিল এবং নবী সাঃ কে জীবন আর্দশ মানে না তারা।

যুবক ছেলে বা মেয়েদের ইসলামের জন্য কি কি ভুমিকা হওয়া উচিৎ।

Under Construction

আর কোন কারন থাকলে নিচে comments এ লিখে আমাদের সাহায্য করুন ধন্যবাদ।

  1. আলহামদুলিল্লাহ আমাদের এই দাওয়াতি কাজ আরও ব্যাপক আরও সুন্দর করতে হবে মানুষকে আরও বেশি বেশি জ্ঞান দিতে হবে ইসলাম সম্পর্কে

  2. dawat o tabliger mehnoter allah swt onek young vy bonderke islamer pothe antese

এখানে আপনার মন্তব্য রেখে যান