তাওবার গুরুত্ব ও দোয়া


If You Have Problem With Bangla Download This Software

তাওবার গুরুত্ব বা প্রয়োজনীয়তা ও দোয়া

 

You Will Success If you Use Brain.exe -You Will Fail If You Use Cheat or Trainer

বিসমিল্লাহির রাহমানির রাহীম

আসসালামু অলাইকুম

আমাদের জীবনে তাওবার গুরুত্ব অনেক ।আমরা জেনে শুনে বা না জেনে শুনে কত ছোট বা বড় গোনাহ  প্রতিদিন করে থাকি তা একটু চিন্তা করেছেন?আল্লাহ আমাদের কত সুযোগ দিয়েছে তা কি আপনি জানেন?আপনি যত ছোট বা যত বড় গোনাহ করেন না কেন আল্লাহ আমাদেরকে সব ছোট ও বড় গোনাহ থেকে তওবা করার সুযোগ দিয়েছেন।আসুন আমরা আল্লাহ এই অশেষ নিয়ামত তওবা কে নিজেদের জীবনে কাজে লাগাই।খাটি মুসলিম হয়ে যায়।

  • সুরা আত তাহরীম ৮ – হে ঈমানদারগণ ,তোমরা আল্লাহর নিকট নিষ্ঠার সাথে তাওবা কর (প্রত্যাবর্তন কর)।

  • সুরা আল হিজর ৪৯ – আপনি আমার বান্দাদের জানিয়ে দিন যে, নিশ্চয় আমিই একমাত্র ক্ষমাকারী দয়ালু।

  • সুরা আল হিজর ৫০ – আর নিশ্চয়ই আমার শাস্তি হলো যন্ত্রণাদায়ক শাস্তি।

  • সুরা হুদ ৩ – তোমরা তোমাদের প্রভূর নিকট ক্ষমা প্রার্থনা কর। অতঃপর তাঁর দিকে প্রত্যাবর্তন (তাওবা) কর।

  • আহমেদ ও ইবনে মাজাহ ৬৮০২ – এ জন্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: অনুতপ্ত হওয়াই হলো তাওবা।

  • আহমেদ ও তিরমিযী ৬১৩২ – কেননা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যে ব্যক্তি আল্লাহর নিকট তাওবা করবে ঘড়ঘড়া উঠার পূর্বে, আল্লাহ তার তাওবা কবুল করবেন।

  • সূরা মুযযাম্মিল ৭৩:২০ – এবং তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কর, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, দয়ালু।

  • সূরা আন-নিসা ৪:১১০ – যে গুনাহ করে কিংবা নিজের অনিষ্ট করে , অতপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে ক্ষমাশীল, করুণাময় পায়।

  • সহীহ বুখারী – রাসুলুল্লাহ (সাঃ) বলেন , রাতের শেষ সময়ে আল্লাহ তায়ালা দুনিয়ার দিকে নাযিল হন এবং বলেন, ডাকার জন্যে কেউ আছে কি যার ডাক আমি শুনব, চাওয়ার জন্যে কেউ আছে কি যাকে আমি দেব, গুনাহ মাফ চাওয়ার কেউ আছে কি যার গুনাহ আমি মাফ করব?

  • সহীহ বুখারি, কিতাব আদ-দাওয়াত-১১/১০১ – আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, রাসুলুল্লাহ(সাঃ) বলেন, আল্লাহর শপথ করে বলছি, আমি দৈনিক সত্তর বার আলাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং তওবা করি

Source –

http://sorolpath.wordpress.com/

http://www.shorolpoth.com/

(নিস্চয় ভাল কাজ মোমিন মানুষের লক্ষন।এইগুলো মানুষের কাছে পৌছে দিয়ে কিছু সওয়াবের অধিকারি হন।দয়া করে পেজটি শেয়ার করতে ভুলবেন না ভাই ও বোনেরা ধন্যবাদ )

Under Construction

এখানে আপনার মন্তব্য রেখে যান